সারাদেশ

নওগাঁয় বিএনপি নেতা মাহবুবুর রহমান ডাবলুর  জনসংযোগ ও উঠান বৈঠক 

অন্তর হোসেন, স্টাফ রিপোর্টার নওগাঁ।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে জনমত সৃষ্টি ও ৩১ দফা কর্মসূচির বার্তা জনসাধারণের মাঝে পৌঁছে দেন বিএনপি নেতা মাহবুবুর রহমান ডাবলু।

৪ নভেম্বর  সোমবার সকাল থেকেই নওগাঁ শহরের প্রধান প্রধান সড়কে রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ গণসংযোগ ও পথসভা করেন। এবং বিকেল ৪ টা ৩০ মিনিটে দয়ালের মোড় মন্ডল পাড়া এলাকায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এক মত বিনিময় এবং উঠান বৈঠকের আয়োজন করেন।

নওগাঁ সরকারি কলেজের ছাত্র সংসদের প্রথম ভিপি, বিএনপির তথ্য সংগ্রহ কমিটির সদস্য ও নওগাঁ-৫ (সদর) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান ডাবলুর উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, নওগাঁ সরকারি কলেজের ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মাহবুবুর রহমান ডাবলু ।

মাহবুবুর রহমান ডাবলু বলেন, “জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি কেবল একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং এটি বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার একটি বাস্তব রূপরেখা। এই কর্মসূচির মাধ্যমে নারী অধিকার ও ক্ষমতায়ন, যুব সমাজের বেকার ভাতা, কৃষক ও শ্রমিকদের ন্যায্য মূল্য ও অধিকার নিশ্চিত করা হবে। যার মাধ্যমে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”
তিনি আরও বলেন,
“আমাদের লক্ষ্য হলো মানুষকে এই কর্মসূচির প্রকৃত বার্তা পৌঁছে দেওয়া যাতে সাধারণ জনগণ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় এলে কীভাবে তাদের জীবনমান বাস্তবিকভাবে পরিবর্তিত হবে। এই দেশকে আবারও মানুষের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পতাকার নিচে একত্রিত হতে হবে।”
পরিশেষে তিনি উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসীর প্রতি আহ্বান জানান,
“দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় সুশাসন ফিরিয়ে আনতে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

উক্ত উঠান বৈঠকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,নওগাঁ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক নওগাঁ জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মানিক সহ উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সাথী,জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক তাজুল আলম তাজ,রাজা সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

প্রায় ৫ শতাধিক নারী পুরুষের উপস্থিতিতে উক্ত উঠান বৈঠক  প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর ব্যাপক উপস্থিতিতে নানা স্লোগান আর  জনসমাগমে মুখর ছিল সভাস্থল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,