সারাদেশ

নওগাঁয় ২ কেজি গাঁজা সহ যুবক আটক

তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় ২ কেজি গাঁজা সহ শাকিল হোসেন নামে এক যুবককে আটক করেছে ট্রাফিক পুলিশ। শুক্রবার বিকেল ৪টার দিকে শহরের সুপারি পট্টি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শাকিল শহরের আনন্দনগর মহল্লার দুলাল এর ছেলে।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়- বিকেল ৪ টার দিকে নওগাঁ শহরের লিটন ব্রিজ মোড়ে সার্জেন্ট অপূর্ব ও টিএসআই আব্দুল আলিম এবং ট্রাফিক সদস্যদের সমন্বয়ে চেকপোস্ট কার্যক্রম করছিলেন। এসময় সন্দেহ জনক একজন মোটরসাইকেল চালককে থামাতে সংকেত দেয়া হয়। কিন্তু তিনি মোটরসাইকেল সহ পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পরে সার্জেন্ট ও টিএসআই তাকে তাড়া করে সুপারি পট্টি এলাকায় ধরতে সক্ষম হয় । এসময় তার কাছে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। সদর থানার মোবাইল পার্টিকে উক্ত ব্যক্তি ও গাঁজা বুঝিয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,