নওগাঁর মহাদেবপুরে ড্রাম ট্রাকের চাপায় একই গ্রামের নিহত-৫
সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁয় বেপরোয়া গতীর ড্রাম ট্রাকের চাপায় সড়কে ঝরলো একই গ্রামের ৫ জনের প্রাণ, একজন আহত। মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে ৩১ শে জানুয়ারী শনিবার ভোর সারে ৪ টারদিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার পাটকাঠি নামক স্থানে। নিহত ৫ জন হলেন, মহাদেবপুর উপজেলার নুরপুর গ্রামের মৃত নরেন পাহানের ছেলে উজ্জল পাহান (২৪), মৃত খোকা পাহানের ছেলে বীরেন পাহান (৫০), জেটুয়া পাহানের ছেলে বিপুল পাহান (২২), মংলা উড়াও এর ছেলে সঞ্জু উড়াও (৪৮) ও অনিল পাহানের ছেলে বিপ্লব (২২)। এছাড়া একই গ্রামের রমেশ এর ছেলে চার্জার ব্যাটারী চালিত অটো ভ্যান চালক আহত হয়। জানাগেছে, ড্রাম ট্রাকটি যাহার রেজিঃ নম্বর রংপুর মেট্রো-ট-১১০০০৪ মহাদেবপুর থেকে পত্নীতলা অভিমুখে যাওয়ার পথে পাটকাঠি নামক স্থানে পৌছার পর নিয়ন্ত্রণ হাড়িয়ে কাঁচা হলুদ ও বেগুন বহণকারী দুটি চার্জার ব্যাটারী চালিত ভ্যানকে চাপাদিয়ে ড্রাম ট্রাকটি সড়কের ধারে নিচে নেমে যায়। বিকট শব্দশুনে এলাকার লোকজন এগিয়ে এসে দূর্ঘটনাস্থলে ট্রাকের চাকার নিচে চাপাপড়া সহ দু’ জনকে মৃত দেখতে পান এবং গুরুতর আহত ৩ জন সহ মোট ৪ জনকে স্থানিয়রা উদ্ধার পূর্বক চিকিৎসার জন্য মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরো ৩ জনের মৃত্যু হয়। স্থানিয় সুত্র জানায়, নিহতরা সবাই দুটি চার্জার ভ্যান যোগে কাঁচা হলুদ ও বেগুন নিয়ে মহাদেবপুর হাটে বিক্রি করার জন্য যাচ্ছিলেন। যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় একই গ্রামের ৫ জনের মৃত্যুর ঘটনায় নিহত ৫ জনের পরিবারসহ এলাকার লোকজনের মাঝে নেমে এসেছে শোকের ছাঁয়া। সড়ক দূর্ঘটনায় ৫ জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, আইনানুগ পদক্ষেপ চলমান রয়েছে।




