নওগাঁর মান্দায় অভিনব কায়দায় কিশোরকে অপহরণের চেষ্টা, আটক ২

তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় বাবা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন এমন সংবাদ দিয়ে এক কিশোরকে অপহরণের চেষ্টা করে একদল দুষ্কৃতিকারী। বিষয়টি জানতে পেরে তাদের ধাওয়া দিয়ে ভিকটিম কিশোরকে উদ্ধারসহ দুই অপহরণকারীকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক সাংবাদ সম্মেলনে নওগাঁ পুলিশ সুপার সাফিউল সারোয়ার জানান,
সাজ্জাদ হোসেন নামের এক কিশোরকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদে দুষ্কৃতিকারীদের পেছনে ধাওয়া করা হয়। পরে রাজশাহীর মোহনপুর উপজেলার হাটরা এলাকায় স্থানীয় লোকজনের সহায়তায় দুই অপহরণকারীকে আটকসহ ভিকটিম সাজ্জাদকে উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য অপহরণকারীকা পালিয়ে যায়।
অপহৃত কিশোর সাজ্জাদ হোসেন সৈকত (১৮) মান্দা উপজেলার ঘাটকৈর গ্রামের নুরুজ্জামান মন্ডলের ছেলে।
ঘটনায় আটক ব্যক্তিরা হলেন রাজশাহীর মতিহার থানার বিনোদপুর এলাকার সেলিম রেজার ছেলে সজল (৩৩) ও একই এলাকার শামসুল হকের ছেলে মেহেদী হাসান (৩৫)।