সারাদেশ

নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

মেহেদী হাসান শিপলু – স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর)

যশোরের চৌগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনের সাথে মতবিনিময় করেছেন প্রেসক্লাব চৌগাছা ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ। শুক্রবার বিকেলে থানায় অফিসার ইনচার্জের কক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে নবাগত ওসি আনোয়ার হোসেন বলেন, চৌগাছায় তার এই প্রথম আসা। বলাচলে এই থানায় সকল কিছুই অচেনা। তবে জেনেছি সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এখানে মাদকের অবাধ বিচারন রয়েছে। আমি মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছি। এ জন্য সাংবাদিকদের সার্বিক সহযোগীতা প্রয়োজন বলে জানান।
এ সময় প্রেসক্লাব চৌগাছার সদস্য সচিব মুকুরুল ইসলাম মিন্টু, রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি শওকত আলী, সাংবাদিক খলিলুর রহমান জুয়েল, ইমাম হোসেন সাগর, সুজন দেওয়ান, মেহেদী হাসান শিপলু, রাজু আহমেদ, আসিফ ইকবাল রকিসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,