নবীনগরে পৌর বিএনপি ও উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মরহুম দেনু মিয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
মাজহারুল ইসলাম বাদল, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এ্যাসেম্বলি মাঠে নবীনগর পৌর বিএনপি ও উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মরহুম রফিকুল ইসলাম দেনু মিয়ার ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নান দেনু মিয়ার স্মৃতিচারণ করে বিএনপি ও অঙ্গসংগঠনের জন্য তার নিবেদিত প্রাণ বিষয়ে বর্ণনা করেন ও তার আত্মার মাগফেরাত কামনা করেন। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, শীঘ্রই জাতীয় নির্বাচন হবে, দেশনেত্রী খালেদা জিয়া ও তারন্যের অহংকার তারেক রহমান আমাকে মনোনয়ন দিলে জনগনের ভালোবাসায় ইনশাল্লাহ আমি ধানের শীষ প্রতিক নিয়ে নবীনগরের প্রথম এমপি হবো। নবীনগরে এর আগে আর কেউ বিএনপির এমপি হয়নি।
মরহুম রফিকুল ইসলাম দেনু মিয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিলে তার সুযোগ্য পুত্র উপজেলা শ্রমিক দলের সভাপতি প্রার্থী পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের সন্তান জাবেদুল ইসলাম জাবেদ বলেন, আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। আমার বাবা বিএনপি ও অঙ্গসংগঠনের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন তা নবীনগরে স্মরনীয় হয়ে থাকবে।
দেলোয়ারের হোসেন সোহেল ও মো. শুক্কুর খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় নেতা তকদির হোসেন জসিম ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক দলের কে এম মামুন অর রশিদ, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. নাজমুল করিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, মনজুরুল হকসহ অন্যান্যরা। এ সময় উপজেলার পৌর ও ইউনিয়নের সহস্রাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্মরণ সভা ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়েছে।