সারাদেশ

নরসিংদীর পলাশে পরিবেশ রক্ষার লক্ষ্যে গন সমাবেশ করেছে এনসিপি

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশে জনজীবন, ভূমি, পশুপাখি ও পরিবেশ রক্ষার লক্ষে গন সমাবেশ করেছে পলাশ উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকালে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের ফুলবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পলাশ উপজেলা জাতীয় নাগরিক কমিটির সংগঠক সাইদুল ইসলাম রাকিবের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কবি,দার্শনিক,মানবাধিকার কর্মী ও পরিবেশবাদী ফরহাদ মজহার। এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার। এনসিপি উত্তরাঞ্চলের সংগঠক এড. শিরিন  আক্তার শেলী নরসিংদী জেলা সংগঠক আওলাদ হোসেন জনি।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ মাজহার বলেন পরিবেশ নষ্ট করে কোন ফ্যাক্টরি বা কারখানা পরিচালনা করা যাবে না। পলাশে ব্যাটারি ফ্যাক্টরি পরিবেশ নষ্ট করে পরিচালনা করা হচ্ছে। পরিবেশ নষ্ট করে এই ফ্যাক্টরি এখানে চালানো যাবে না।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,