সারাদেশ

নাগরপুরে নেশা খাইয়ে  প্রবাসীর বাড়িতে চুরি 

শহিদুল ইসলাম (নাগরপুর) প্রতিনিধিঃ টিউবওয়েলের পানির সাথে নেশা মিশিয়ে অচেতন করে প্রায় ৪ লাখ টাকার মালামাল চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা। এমনই ঘটনা ঘটেছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মাহমুদনগর ইউনিয়ন এর বাদিয়াযান গ্রামে।
৬ জুলাই রবিবার দিবাগত রাতে এই লোমহর্ষক চুরির ঘটনা ঘটেছে সৌদি প্রবাসী আলমগীর এর বাড়িতে।
প্রবাসী আলমগীরের স্ত্রী বলেন, গতকাল বিকেলে পানি খাওয়ার পর থেকেই কেমন যেন চোখ মেলে তাকিয়ে থাকতে পারছিলাম না, আমার শ্বাশুড়ী বাচ্চাদের একই অবস্থা। পরে রাতে ঘুমিয়ে সারারাত কেউই জেগে উঠেনি।সকালে ঘুম থেকে জেগে দেখি ঘরে থাকা নগদ টাকা, স্বর্ন অলঙ্কার আরও মালামাল কে বা কাহারা চুরি করে নিয়ে গেছে। তিনি বলেন, আমাদের পরিবারের সবাইকে অচেতন করে প্রায় ৪ লক্ষ টাকার জিনিসপত্র চুরি করে নিয়েছে।আমার স্বামী বিদেশে থাকেন বাড়িতে আমি আমার শ্বাশুরী ও বাচ্চাদের নিয়ে থাকি।
আলমগীরের মা বলেন, গতকাল পানি খাওয়ার পর থেকেই অচেতন হয়ে সারারাত ঘুমিয়েছি, এর মধ্যেই চোরেরা আমার বাড়ির সব চুরি করে নিয়ে গেছে। তাদের ধারণা টিউবওয়েলের পানির সাথে নেশা বা ঘুমের ঔষধ মিশিয়েছিলো কেউ। আর সে পানি পান করায় এ অবস্থা হয়েছে। এলাকাবাসী জানান, আগেও পাশের এলাকায় একই কায়দায় চুরির ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী পরিবার এখনো থানায় কোন অভিযোগ দায়ের করেনি বলে জানিয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,