বরগুনায় ভূমি অফিসে দেলোয়ারের ঘুষ-বাণিজ্য

দেশের বিভিন্ন সরকারি দপ্তরে সংস্কারের ছোঁয়া লাগলেও, ব্যতিক্রম রয়ে গেছে বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ভূমি অফিস।
অভিযোগ উঠেছে—এই অফিসটি পরিণত হয়েছে ঘুষ ও দুর্নীতির আখড়ায়।
ভুক্তভোগীদের অভিযোগ, মিউটেশন, দাখিলা বা যেকোনো সেবার জন্য ঘুষ না দিলে মেলে না কোনো সেবা। অফিস সহকারী থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাইকে দিতে হয় টাকা।
বিশেষ করে উপসহকারী কর্মকর্তা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ।
ভুক্তভোগীরা জানান, দেলোয়ার হোসেন অনলাইনে মাত্র ৫০ থেকে ১০০ টাকার দাখিলার জন্য ৬ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত ঘুষ নেন। এভাবে তিনি দীর্ঘদিন ধরে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা।
স্থানীয় ভুক্তভোগী সিদ্দিকুর রহমান ও শাজাহান মিয়া বলেন,
“দেলোয়ার একজন ঘুষখোর তহশিলদার। টাকা ছাড়া কোনো কাজ করেন না। এলাকার মানুষকে জিম্মি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। আমার মিউটেশন ও দাখিলার কাজে ২০ হাজার টাকা নিয়েছেন।”
মুদি দোকানদার মোহাম্মদ জাফর বলেন,
“দলিল ও মিউটেশনের বিষয়ে দেলোয়ার স্যারের সঙ্গে ৬০ হাজার টাকার চুক্তি হয়েছে। এর মধ্যে ৪০ হাজার টাকা আমি নগদ দিয়েছি।”
এ বিষয়ে জানতে চাইলে বেতাগী ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) বিপুল শিকদার বলেন,
“বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে, দুর্নীতির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে উপসহকারী দেলোয়ার হোসেন বলেন,
“অফিসে কিছু খরচপাতির বিষয় আছে।”