সারাদেশ

নীলফামারীতে পুনাকের উদ্যোগে শুরু হলো শিল্প ও বাণিজ্য মেলা ।

সাকিল ইসলাম ,জেলা প্রতিনিধি

নীলফামারী।

 পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) নীলফামারীর উদ্যোগে শহরের বড়মাঠে মাসব্যাপী শুরু হয়েছে ‘পুনাক শিল্প ও বাণিজ্য মেলা’। ০২ (ফেব্রুয়ারি)রবিবার বিকেলে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব,মোহাম্মদ নায়িরুজ্জামান। পুলিশ সুপার জনাব, মোর্শেদ আলম, জেলা বিএনপির সভাপতি জনাব, আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক জনাব, জহুরুল আলম, জেলা জামায়াতের সেক্রেটারী জনাব, আন্তাজুল ইসলাম এবং মা ডেকোরেটর এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট’র স্বত্বাধিকারী আনিসুর রহমান আনিস এ সময় উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মোর্শেদ আলম জানান, বিভিন্ন পণ্য, আসবাব, পোষাক ছাড়াও বিনোদনের জন্য রাইডস থাকছে এই মেলায়। এতে ৫০টি স্টল স্থান পেয়েছে। পুলিশ সুপার বলেন, মা ডেকোরেটর এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট মেলাটি পরিচালনা করছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,