সারাদেশ

নেত্রকোণায় কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

আব্দুর রহমান ঈশান, স্টাফ রিপোর্টার ( নেত্রকোণা )

নেত্রকোনা নিজ বাসা থেকে দীলিপ কুমার রায় (৭১) নামের অবসরপ্রাপ্ত এক কলেজ শিক্ষকের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। দেহটি উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

শুক্রবার সকাল ১০টার দিকে নেত্রকোনা শহরের বড়বাজার এলাকায় এ ঘটনা ঘটে ।
দীলিপ রায় বড়বাজার এলাকার বাসিন্দা এবং নেত্রকোনা আবু আব্বাছ কলেজের কৃষি শিক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার মাইজার এলাকায়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীলিপ কুমারের এক ছেলে ও এক মেয়ে ঢাকায় বসবাস করেন। তার ছেলে রাজিব কুমার রায় অর্থ মন্ত্রণালয়ের মাইক্রোক্রেডিড রেগুলেটরি অথরিটি (এমআরএ) উপপরিচালক হিসেবে কাজ করছেন। দীলিপের স্ত্রী বিভা সাহা গত কয়েক দিন আগে ছেলের বাসায় বেড়াতে যান। আর তিনি বাসায় একা ছিলেন। রাতে খাবার খেয়ে ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে যান । শুক্রবার সকাল গৃহপরিচালিকা এসে তাকে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে চলে যান সে।
সাড়ে ১০টায় বিভা সাহা ঢাকা থেকে এসে বাসায় পৌঁছে দেখেন ঘরের দরজায় তালাবন্ধ। এ সময় তিনি দীলিপ সাহাকে ফোন করে কোন সাড়া না পেয়ে প্রতিবেশীদের সাহায্যে দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন। কিন্তু সেখানে না পেয়ে ভেতরের কক্ষে গিয়ে দেখেন খাটের নিচে রক্তাক্ত দেহ। এ সময় তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের ধারণা, দুর্বত্তরা ঘরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করেছে।
জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, ‘নিহতের লাশ উদ্ধারসহ বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে’।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং