পঞ্চগড়ে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

কেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
বিজয় দিবস উপলক্ষ্যে পঞ্চগড় জেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। সূর্যোদয়ের পূর্বেই বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, বেসরকারি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান পুষ্পস্তবক হাতে নিয়ে শহীদ স্মৃতিফলকে শ্রদ্ধাঅন্জলী দেন।
পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ সাবেত আলী জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ও পুলিশ প্রশাসনের সদস্যদেরকে নিয়ে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী শহীদদের স্মরনে শ্রদ্ধাঞ্জলী দেন।
বিভিন্ন পেশাজীবী সংগঠনসমূহের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে বিজয়ালেখ্যের ৫৩তম বর্ষপূর্তির রাঙা প্রভাত। সকাল ৭ টায় পঞ্চগড়ের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ সাবেত আলীর নির্দেশে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয়ের সূর্যোদয়কে স্মরণীয় করে রাখা হয়।
পরে জেলা স্কাউটসের স্বেচ্ছাসেবীদের সহায়তায় অতঃপর শহীদ স্মৃতিফলকে সুশৃঙ্খলভাবে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত কর্মকর্তারা।
এ সময় সকল শহীদের আত্মার মাগফিরাত ও বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া পাঠ করা হয়।