পাইকগাছায় লটারির মাধ্যমে ভিডাব্লিউবি কার্ড নির্ধারণ

এম জালাল উদ্দীন:পাইকগাছা
পাইকগাছা উপজেলার ৬ নং লস্কর ইউনিয়নে সচ্ছতার ভিত্তিতে লটারির মাধ্যমে ৯টি ওয়ার্ডে ৩০ কেজি চাউলের ভিডাব্লিউবি কার্ডের ২২১ জন দরিদ্র মহিলার তালিকা প্রস্তুত করা হয়েছে।
জানা যায়, ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে নিম্ন আয়ের মোট নয় শতাধিক এরও বেশি মানুষ অনলাইনে আবেদন করেন। এ উপলক্ষে রবিবার সকালে লস্কর ইউনিয়ন পরিষদ চত্বরে উন্মুক্ত লটারি আয়োজন করা হয়। এসময়ে লটারির মাধ্যমে ৯ টি ওয়ার্ড থেকে সরকার নির্ধারিত সৌভাগ্যবান ২২১ জন দরিদ্র নারীর তালিকা প্রস্তুত করা হয়। এ সকল কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সানা।
এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফারুক হোসেন সরদার, বিএনপি নেতা আসাদুজ্জামান খোকন, আনারুল কাদির, মোঃ নজরুল ইসলাম গাজী, মুস্তাকিম, রহমত আলী, হাবিবুর রহমান মোল্লা, শহিদুর রহমান, হযরত আলী, আজিজ, ইসরাফিল হোসন, আকবর আলী, মুর্শিদ আলম কাগজী, হারুন অর রশিদ, কুদ্দুস, ইউপি সদস্য জিএম তাজউদ্দীন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, পরমানন্দ কুমার সানা, অরবিন্দু কুমার মন্ডল, দিলীপ কুমার মন্ডল, মর্জিনা বেগম, হাসানুজ্জামান, লিটন, অরুনা বেগম ও অঞ্জলি রানী ঢালী সহ সামাজিক ও রাজনৈতিক নেতা-কর্মী বৃন্দ।
এদিকে লটারির মাধ্যমে ভিডাব্লিউবি কার্ড নির্ধারণ এর এমন সুন্দর উদ্যোগ’কে সাধুবাদ জানিয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ জনসাধারণ।