পাইকগাছায় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের পরিদর্শন, কর্মশালা ও বৃক্ষরোপণ

এম জালাল উদ্দীন:
খুলনা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ ফিরোজ সরকার এবং খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) পাইকগাছা উপজেলা পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তাঁরা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন এবং জুলাই-২৪ এর শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। পরে স্থানীয় জনগণের উপস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে কর্মশালায় অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়া তাঁরা বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের বসতভিটা পরিদর্শন করেন এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন।
দিনব্যাপী এ কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।