পাইকগাছায় বিভিন্ন মন্দিরে মতবিনিময় করলেন ডা. মজিদ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. মোঃ আব্দুল মজিদ লতা ইউনিয়নের বিভিন্ন মন্দির কমিটির সাথে মতবিনিময় করেছেন।
শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় তিনি শ্রী শ্রী পুতলখালী গোবিন্দ মন্দির, ধলাই সার্বজনীন দুর্গা মন্দির ও শ্রী শ্রী কৃষ্ণ মন্দির পরিদর্শন করেন। এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করে তাদের সার্বিক খোঁজখবর নেন এবং বিএনপির পক্ষে সমর্থন কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাবু তুষার কান্তি মন্ডল, অ্যাড. সাইফুদ্দীন সুমন, মাস্টার বাবর আলী গোলদার, আবু মুছা সরদার, বি. এম. আকিজ উদ্দীন, মোঃ হুরায়রা বাদশা, এম. সামাদ হাসান, মোঃ শহিদুর রহমান, মোশারাফ হোসেন, মোঃ আবু হানিফ মিলন, সুমন আহমেদ, অ্যাড. মুন্না, বাবুল, সাধু চরন বিশ্বাস, তপন মন্ডল, খোকন গাজী, ইব্রাহিম সরদার, শান্ত, আবু ইছা প্রমুখ।