সারাদেশ

পাইকগাছায় সংবাদ সম্মেলন পরবর্তী আপোষ মিমাংসায় বিবৃতি প্রদান 

পাইকগাছা প্রতিনিধি:

পাইকগাছায় গত ৩১ জানুয়ারি শুক্রবার প্রেসক্লাব পাইকগাছা এ জমি সংক্রান্ত বিষয় নিয়ে সংবাদ সম্মেলন পরবর্তী নিজেদের মধ্যে আপোষ মিমাংসা সহ ভুল নাম ব্যবহার করায় বিবৃতি প্রদান করেছেন মোঃ করিম মোড়ল।

এ বিষয়ে শনিবার সকাল ১১ টায় করিম মোড়ল তাহার নিজ বাসভবনে লিখিত বক্তব্য বলেন, আমি গতকাল (শুক্রবার) প্রেসক্লাব পাইকগাছায় সংবাদ সম্মেলনে প্রতিবেশী জমির মালিকগন সহ আমার নিজের জমি জবরদখল করার বিষয়ে একটি সংবাদ সম্মেলন করি। যাহা শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিক ও আঞ্চলিক বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়। পরবর্তীতে যাহারা আমার জমি জবরদখলের চেষ্টায় লিপ্ত ছিলো, তাহারা সকলেই আমার প্রতিবেশী জমির মালিকগন সহ আমার সাথে আপোষ মিমাংসা করেছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের বর্গের সামনে উল্লেখিত ব্যক্তিরা আমার প্রতিবেশী জমির মালিকগন সহ আমার জমিতে আর অনধিকার প্রবেশ ও অন্যায়ভাবে জবর দখল করবে না মর্মে স্বীকারোক্তি দেন। এছাড়াও সংবাদ সম্মেলনে রানা গাজী, সরজিত ঘোষ দেবেন ও আরিফুল ইসলামের বিষয়ে আমাকে ভুল তথ্য প্রদান করা হয়। পরবর্তীতে আমি জানতে পারি তাহারা আমার জমি দখলের ঘটনায় জড়িত নয়। একারণে করিম মোড়ল আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং