পাইকগাছায় হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছা উপজেলায় উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে সমাজকল্যাণমূলক উদ্যোগ হিসেবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় আহত এক অসুস্থ বৃদ্ধ ব্যক্তির চলাচলের সুবিধার্থে একটি হুইলচেয়ার এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে দুইজন প্রশিক্ষিত নারীকে দুটি সেলাই মেশিন প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সহায়ক সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের সহায়তা কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। দুর্ঘটনায় আহত বৃদ্ধ ব্যক্তির চলাচল সহজ করতে হুইলচেয়ারটি সহায়ক হবে এবং সেলাই মেশিন দুটি নারীদের আত্মনির্ভরশীল হয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মন্ডলসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
সহায়তা পেয়ে উপকারভোগীরা উপজেলা প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান।





