সারাদেশ

পাইকগাছার কাশিমনগর হাটে প্রায় ৩ কোটি টাকায় নির্মিত গ্রামীণ বাজার ভবন হস্তান্তর

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির কাশিমনগর হাটে প্রায় ৩ কোটি টাকা ব্যায়ে নির্মিত উর্ধ্বমুখী সম্প্রসারিত দ্বিতল বিশিষ্ট গ্রামীণ বাজার ভবনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সোনালী কনস্ট্রাকশন।

জানা যায়, দেশব্যাপী গ্রামীণ হাটবাজারগুলোর আধুনিকায়ন ও কৃষকের উৎপাদিত পণ্য সংরক্ষণে সুবিধা বাড়ানোর লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প (সিআরএমআইডিপি) এর আওতায় ভবনটির নির্মাণ কাজ শুরু হয় ২০২১ সালের শেষের দিকে। ২ কোটি ৯২ লাখ ৪৬ হাজার ৯৭৬ টাকা ব্যয়ে ৪ তলা ফাউন্ডেশনের উপর দ্বিতল বিশিষ্ট এই ভবনটির নির্মাণ কাজ ২০২৩ সালে সম্পন্ন হয়। তবে বিভিন্ন জটিলতায় দীর্ঘদিন ভবনটি গ্রহণ করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ মঙ্গলবার (২৫ নভেম্বর-২৫) ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সোনালী কনস্ট্রাকশনের ম্যানেজার মাসুদ হাসান ভবনটি আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন। প্রতিষ্ঠানটির মালিক সাতক্ষীরা জেলার আলহাজ্ব আব্দুল হাকিম।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব বলেন, আমরা আজ ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে ভবনটি বুঝে নিয়েছি।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়নের পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইউনুছ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,