অর্থনীতি সারাদেশ

পাথরঘাটায় নৌ–পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ইব্রাহীম খলীল, পাথরঘাটা:

ইলিশের প্রজনন মৌসুমে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদীতে অবৈধভাবে মাছ শিকারের সময় বিপুল পরিমাণ জাল ও মাছ জব্দ করেছে কাকচিড়া নৌ–পুলিশ ফাঁড়ির সদস্যরা। তবে অভিযানের সময় কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত কাকচিড়া নৌ–পুলিশ ফাঁড়ির এসআই মাহমুদুর রহমান, এসআই রতন কুমার, এএসআই নূরুল ইসলাম ও নায়েক হৃদয় চন্দ্র দে’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা বলেন, “মা ইলিশের প্রজনন মৌসুমে ভবিষ্যৎ প্রজন্মের মাছ সংরক্ষণের স্বার্থে সরকার ২২ দিনের জন্য ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদে নিষেধাজ্ঞা জারি করেছে। নিষেধাজ্ঞা কার্যকালের মধ্যেই কিছু অসাধু জেলে প্রশাসনের নজর এড়িয়ে নদীতে মাছ ধরার চেষ্টা করছিল। খবর পেয়ে আমরা দ্রুত অভিযান পরিচালনা করি।”

তিনি আরও জানান, চলাভাঙ্গা ও ফুলঝুরি আওতাধীন বিষখালী নদীতে অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ৭ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে জনসম্মুখে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মাছ স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়।”

কাকচিড়া নৌ–পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, “ইলিশ সংরক্ষণে সরকারের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,