সারাদেশ

পাবনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৪৭ হাজার টাকা জরিমানা

 

সাব্বির আহমেদ
স্টাফ রিপোর্টার (পাবনা)

পাবনা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনির নেতৃত্বে সদর ও ঈশ্বরদী উপজেলার দাপুনিয়া বাজার, নারিচা ও পূর্ব নূর মহল্লা বাজারে একাধিক ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়।

দাপুনিয়া বাজারে মেসার্স নজরুল স্টোরকে আইনটির ৩৮ ও ৪৫ ধারায় ৭ হাজার টাকা, নারিচা বাজারে শাওন টি কোম্পানিকে ৪৫ ও ৫১ ধারায় ৩০ হাজার টাকা এবং পূর্ব নূর মহল্লায় আসাদ ফুড প্রোডাক্টসকে ৪৫ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করে র‍্যাব-১২ পাবনার একটি চৌকস দল। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,