রাজনীতি সারাদেশ

পাবনায় যুবদলের কমিটি পাল্টাপাল্টি কর্মসূচি, উত্তেজনা

 

সাব্বির আহমেদ
স্টাফ রিপোর্টার ( পাবনা)

পাবনায় জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা চলছে। আজ শনিবার জেলা শহরে পদপ্রাপ্তদের আনন্দ মিছিল ও পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিলের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সংঘর্ষের ঘটনা ঘটেনি।

শনিবার সকালে শহরের মহিষের ডিপো এলাকা থেকে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান সুইট, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করেন যুবদলের পদবঞ্চিত পক্ষের নেতাকর্মীরা। একই সময় নতুন কমিটি আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা ও সদস্য সচিব মনির আহমেদের নেতৃত্বে জেলা বিএনপি কার্যালয় থেকে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করেন নতুন কমিটির নেতাকর্মীরা।

মিছিলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মো. মাসুম বগা, সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমানসহ বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের অনুসারী নেতাকর্মীরা অংশ নেন। উভয়পক্ষের মিছিলকে কেন্দ্র করে শহরে থমথমে অবস্থার সৃষ্টি হয়।

বেলা ১টার দিকে জেলা শিল্পকলা একাডেমির সামনে দু’পক্ষের মিছিল মুখোমুখি হলে উত্তেজনা সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী উভয়পক্ষকে সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে জেলা পরিষদ চত্বরে পথসভা করে পদবঞ্চিত নেতাকর্মীরা।

পথসভায় জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান সুইট বলেন, আহ্বায়ক কমিটি সভাপতি ও সম্পাদক ঘোষণার তিনবছর পর জেলা যুবদলের ঘোষিত কমিটিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করা হয়নি। গত ১৭ বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখা নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী সন্ত্রাসীদের ছত্রছায়ায় থাকা মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, বিতর্কিত ব্যবসায়ী ও অপরাধীদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। আহ্বায়ক কমিটি মেয়াদোত্তীর্ণ, লক্ষ লক্ষ টাকায় পদ বিক্রি করা তাদের এই কমিটিই অবৈধ। আমরা কোনও বিশৃঙ্খলায় চাই না। অবিলম্বে এই কমিটি বাতিল করে যোগ্যদের মূল্যায়ন করে নতুন কমিটি গঠদেনর দাবি জানান তিনি।

তবে, জেলা বিএনপির সিনিয়র নেতাদের মতামতের ভিত্তিতে যোগ্যতার মূল্যায়ন করে নতুন কমিটি করা হয়েছে বলে মত জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানার। তিনি বলেন, কমিটি নিয়ে বিশৃঙ্খলা তসলিম হাসান সুইটের পুরোনো অভ্যাস। অতীতেও তিনি সিনিয়র নেতৃবৃন্দকে লাঞ্ছিত করেছেন। নির্বাচনের আগে বিএনপিকে বিতর্কিত করে অন্য কোনও দলের পরিকল্পনা বাস্তবায়ন করতে তারা অসত্য অভিযোগে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এ বিষয়ে দলেন ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে জানানো হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,