সারাদেশ

পাহাড়পুর বৌদ্ধবিহারে নির্মাণাধীন সড়কের জমির ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

 

তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি: বিশ্ব ঐতিহ্য পাহাড়পুর বৌদ্ধবিহারে সংযোগ নির্মাণাধীন সড়কের জন্য জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী কৃষকরা।

আজ (বুধবার) সকাল সাড়ে ১১ টায় নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহার এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। এতে অংশ নেন সড়ক নির্মাণে জমি হারানো শতাধিক কৃষক ও স্থানীয় বাসিন্দা।
মানববন্ধন থেকে দ্রুত ক্ষতিপূরণ প্রদান না করা হলে সড়ক নির্মাণ কাজ বন্ধ রাখার দাবি জানান তারা। একই সঙ্গে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,