Uncategorized রাজনীতি সারাদেশ

পিরোজপুরে রাষ্ট্রদ্রোহ মামলায় তারেক রহমান খালাস পেলেন

পিরোজপুরে রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দায়েরকৃত মামলায় খালাস পেলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১১ ডিসেম্বর পিরোজপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো.হেলাল উদ্দিন তারেক রহমানকে এ অভিযোগ থেকে অব্যাহতি প্রধান করেন।
মামলার নথি ও আদালত সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলা আইনজীবী সমিতির তৎকালীন সাধারন সম্পাদক এডভোকেট মো. দেলোয়ার হোসেন ২০১৪ সালের ২৪ ডিসেম্বর দন্ড বিধি ১২৩ (ক) ধারায় তারেক রহমানের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব বিনষ্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ ও উস্কানীমূলক বক্তব্য রাখার অভিযোগে পিরোজপুর সদর থানায় এ মামলা দায়ের করেন।
১১ ডিসেম্বর (বুধবার) অভিযোগ গঠনের দিন ধার্য ছিলো। কিন্তু বিচারক তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগের কোন সুনির্দিষ্ট উপাদান না থাকায় তাকে এ অভিযোগ থেকে অব্যাহতি দেন এবং মামলাটি খারিজ করেন।
এ ব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এই প্রতিবেদককে জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসররা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দমিয়ে রাখতে চেয়েছিলো। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ায় দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে পিরোজপুরে দায়েরকৃত মিথ্যা মামলায় খালাস পেয়েছেন ও মামলাটি খারিজ হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,