সারাদেশ

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পুনর্বাসনে সহায়তায় বন্ধুজন।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পুনর্বাসনে সহায়তা দিয়েছে জাতীয় দৈনিক খবরের কাগজ পত্রিকার পাঠক সংগঠন বন্ধুজন।সোমবার (২৩ ডিসেম্বর)বিকেলে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের জোয়ার কাছাড় বটুয়াদিঘীর পাড় জামে মসজিদ প্রাঙনে ক্ষতিগ্রস্ত ওই দুই পরিবারের কর্মসংস্থানে ৪টি ছাগল প্রদান করা হয়েছে।বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী পৌর বিএনপির সদস্য সচিব আইনজীবী মেজবাহ উদ্দিন ভুইয়া।
দৈনিক ফেনীর সম্পাদক ও প্রকাশক আরিফুল আমিন রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক,এটিএন বাংলা ও এটিএন নিউজ ফেনী প্রতিনিধি দিদার আলম, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি সামির উদ্দিন ভূঁইয়া,দৈনিক সকালের খবরের নিজস্ব প্রতিবেদক ওমর ফারুক।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মেজবাহ উদ্দিন ভূইয়া বলেন, দৈনিক খবরের কাগজ বন্ধুজন বন্যায় পুনর্বাসনে মানুষের পাশে দাঁড়িয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আরিফুল আমিন রিজভী বলেন,বন্ধুজন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা অবশ্যই প্রশংসার দাবিদার।
বন্ধুজনের সহায়তা পেয়েছেন ধর্মপুরের বাকপ্রতিবন্ধি নারী বিবি খাজিদা।তার চাচা আবদুল হাই বলেন,খাজিদার মতো অসহায়,প্রতিবন্ধি,নিঃস্ব ও পিছিয়ে পড়া মানুষের জন্য বন্ধুজন কাজ করবে এমনটাই প্রত্যাশা করছি।বন্ধুজনের উপহার পেয়ে বিধবা নারী পেয়ারা বেগম জানান,আমার পরিবারে আয়ের কোনো উৎসাহ নেই।কোনরকম অন্যের বাড়িতে কাজকর্ম করে জীবন কাটাই।আজকে উপহার হিসেবে পাওয়া ছাগলগুলো লালনপালন করে নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করব।দৈনিক খবরের কাগজ ও দেশ টিভির ফেনী প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মঠবাড়িয়া আজিজুল উলুম মাদ্রাসার মুহতামিম ও বটুয়াদিঘীর পাড় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি হোসাইন আহম্মদ,বটুয়াদিঘীর পাড় জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য রবিউর হক রাজীব,মোরশেদ আলমসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে আগস্টের ভয়াবহ বন্যায় নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,