ফেনীর ছাগলনাইয়ায় এস এস সি ২০০০ সালের বন্ধুদের মিলন মেলা।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর ছাগলনাইয়ায় এস এস সি ২০০০ সালের বন্ধুদের মিলন মেলা।যেথায় থাকুক যে যেখানে বাধন আছে,প্রাণে পানে বন্ধুত্বের বন্ধনে হলাম জড়ো আমরা সবাই এগারো বারো এই স্লোগানকে সামনে রেখে স্কুল জীবনের সেই পুরোনো বন্ধুদের সাথে মিলন মেলায় মেতেছে ছাগলনাইয়া সহ বিভিন্ন জেলার এসএসসি ব্যাচ-২০০০ এর বন্ধুরা।শুক্রবার(১০ জানুয়ারী)ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ মিলনায়তনে দীর্ঘ ২৫ বছর পর ফেলে আসা অতীতের সেই বন্ধুদের সাথে মিলন মেলায় বসে এসএসসি ব্যাচ-২০০০ এর বন্ধুরা।দীর্ঘ দুই যুগের পর ছোটবেলার সেই বন্ধুদের কাছে পেয়ে একে অপরকে জড়িয়ে ধরে সে কি কান্না।তবে এই কান্না দুঃখের নয় আনন্দের বহিঃপ্রকাশ মাত্র।অনেকে আবেগে আপ্লুত হয়ে ওঠে।অনেকে আবার আনন্দে চোখে পানি ধরে রাখতে পারেনি।তাদের চোখ বেয়ে অশ্রু ধারা ঝরতে দেখা গেছে।সেই ফেলে আসা অতীতের বন্ধুদের কাছে পেয়ে আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে কেটে যায় এসএসসি ব্যাচ-২০০০ এর বন্ধুদের সারাটা দিন।পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ রক্ষার তাগিদে গ্রুপের এডমিনগণ এসএসসি-২০০০ ব্যাচ ছাগলনাইয়া উপজেলা এই গ্রুপটি প্রতিষ্ঠা করেন।ব্যাচ-২০০০ এর বন্ধুদের এই মিলনমেলার উদ্দেশ্য ছিল হারানো বন্ধুদের ফিরে পাওয়া, হারিয়ে যাওয়া সেই বন্ধুটিকে খুঁজে পাওয়া।২০০০ ব্যাচ বন্ধু আবু বক্কর ছিদ্দিক ফরহাদ,এডভোকেট রায়হান উদ্দিন ও মাসুদ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন আলমগীর হোসেন,আবদুল হালিম জয়নাল আবেদীন,বদরুদ্দোজা ভূঁইয়া তারেক,আবু সাঈদ,শহীদ উল্লাহ বলি,ফয়সাল ভূঁইয়া,জিয়াউল হক রুবেল,ফয়েজ আহাম্মদসুজন,রাজা মিয়া সহ অনেকে।স্বাগতিক বক্তব্যে জয়নাল আবেদীন তার অভিব্যপ্তি প্রকাশ করে বলেন,বন্ধুত্বের এমন সম্পর্ক আমি পূর্বে কখনো দেখিনি।আমি এই গ্রুপের সাফল্য কামনা করছি।তিনি আরও বলেন এটা রাজনৈতিক প্লাটফর্ম নয়,এটা হলো বন্ধুত্বের প্লাটফর্ম।অনুষ্ঠানে গ্রূপের মডারেটরগণসহ সকল বন্ধুরা উপস্থিত ছিলেন।চারটি এলাকার প্রতিনিধিত্ব করায় বদরুদ্দোজা ভূঁইয়া তারেক (ছাগলনাইয়া),মো:হেলাল(ফেনী),এম মুন্না চৌধুরী (চট্টগ্রাম)ও দিনা আমিনকে( ঢাকা) সম্মাননা স্মারক প্রদান করা হয়।মিলন মেলার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিলেন,সকালে নাস্তা,দুপুরের খাবার,বিকেলে স্মৃতিচারণ মূলক আলোচনা,বিকেলের নাস্তা,আয়োজনের শেষ পর্যায় বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও লাকি কুপন ড্র এবং এর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।