বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম (বাবেশিকফো)-এর বরগুনা জেলা আহ্বায়ক কমিটি গঠিত
**বরগুনা প্রতিনিধি:**
দেশের বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অধিকার আদায়ের আন্দোলনের পুরোধা সংগঠন **বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম (বাবেশিকফো)-এর বরগুনা জেলা আহ্বায়ক কমিটি** ঘোষণা করা হয়েছে। এই কমিটি গঠনের মধ্য দিয়ে জেলার বেসরকারি শিক্ষাব্যবস্থা জাতীয়করণের এক দফা আন্দোলন আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

গত ২১ নভেম্বর, ২০২৫ তারিখে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম (বাবেশিকফো) এর সভাপতি অধ্যক্ষ মোহাম্মাদ মাঈন উদ্দিন এবং নির্বাহী মহাসচিব মোঃ জহিরুল ইসলাম স্বাক্ষরিত ২৭ সদস্য বিশিষ্ট বরগুনা জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।নবগঠিত আহ্বায়ক কমিটিতে **আহ্বায়ক** হিসেবে রায়ভোগ কদমতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক **মোঃ আবু সায়েম আজাদ** এবং **সদস্য সচিব** হিসেবে বদরখালী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক **মোঃ জহিরুল হক**-কে মনোনীত করা হয়েছে।

### 🎯 আন্দোলনের গতি বাড়াতে নতুন কমিটি
নবনির্বাচিত আহ্বায়ক **মোঃ আবু সায়েম আজাদ** বলেন, “দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষকরা যে বৈষম্যের শিকার হচ্ছেন, তা অবিলম্বে দূর করা প্রয়োজন। আমাদের প্রধান লক্ষ্য হলো বরগুনার সকল শিক্ষক-কর্মচারীকে একত্রে যুক্ত করে এমপিওভুক্তশিক্ষা জাতীয়করণের এক দফা দাবি বাস্তবায়নে কাজ করা। বরগুনা জেলার সকল শিক্ষক-কর্মচারীকে ঐক্যবদ্ধ করে আমরা কেন্দ্রীয় কমিটির সকল নির্দেশনা কার্যকর করতে মাঠে সক্রিয় থাকব।”
কমিটির সদস্য সচিব **মোঃ জহিরুল হক** বলেন, “পূর্ণাঙ্গ উৎসব ভাতা, ৫% ইনক্রিমেন্ট এবং অন্যান্য সুযোগ-সুবিধার জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। নবগঠিত এই আহ্বায়ক কমিটি দ্রুত সময়ের মধ্যে জেলার প্রতিটি উপজেলায় সংগঠনের কার্যক্রম বিস্তৃত করে নির্ধারিত সময়ের মধ্যে উপজেলা কমিটি করে জাতীয়করণের আন্দোলনকে আরও জোরালো করবে।”
বাবেশিকফো-এর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নবগঠিত বরগুনা জেলা আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন এবং দ্রুত কার্যক্রম শুরু করার আহ্বান জানিয়েছেন। জেলার বেসরকারি শিক্ষক-কর্মচারী মহলে এই কমিটি গঠন নিয়ে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।




