বালিয়াডাঙ্গীতে জিঙ্ক ধানের চাষ ও সম্প্রসারণের লক্ষ্যে আলোচনা সভা

মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় জিঙ্ক ধানের চাষ সম্প্রসারণ ও উৎপাদন প্রযুক্তি এবং বাজার জাতকরণ সহজলভ্য করার লক্ষ্যে শস্য ভেলু চেইন এক্টরদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১টায় আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট হারভেস্ট প্লাস প্রোগ্রাম এর রিঅ্যাক্টস ইন প্রকল্পের আয়োজনে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা খাদ্য পরিদর্শক (এলএসডি) সাখাওয়াত হোসেন, হারভেস্ট প্লাস এর প্রজেক্ট ম্যানেজার শাহিনুল কবির, রিএক্টস-ইন প্রজেক্টের টেকনিক্যাল অফিসার মোজাম্মেল শেখ।
আলোচনা সভায় মানবদেহে জিঙ্কের উপকারিতা, অভাব জনিত লক্ষণ ও জিঙ্কের ঘাটতি মেটানো উপায় সহ জিঙ্ক সমৃদ্ধ ধানের উৎপাদন প্রযুক্তি বিষয়ে ও বর্তমানে বাংলাদেশে আমন ও বোরো মৌসুমে ব্রি ধান-৭২, বিনা ধান-২০, ব্রি ধান-৭৪,৮৪,১০০ ও ১০২ ধানের চাষাবাদ হলেও এসব জাতের ধানের আরো চাষাবাদ বৃদ্ধির জন্য ৩০ জনকে নিয়ে আলোচনা করা হয়।
এ সময় বালিয়াডাঙ্গী উপজেলার সাংবাদিক, চালকল (মিল মালিক), কৃষক, বিভিন্ন ধানচাল ও বীজ ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।