বিএনপি নেতা আবু তাহের তালুকদারের উদ্যোগে মসজিদের মাটি ভরাট কার্যক্রমের উদ্বোধন
পূর্বধলা(নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় আলহাজ্ব আবু তাহের তালুকদারের উদ্যোগে মসজিদের মাটি ভরাট কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারী) উপজেলার ঘাগড়া বাজার জামে মসজিদ প্রাঙ্গণে জুমআ নামাজ শেষে মাটি ভরাট কার্যক্রমের উদ্বোধন হয়।
ঘাগড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ১ নং ওয়ার্ড সভাপতি মোঃ শহীদ ব্যাপারীর সভাপতিত্বে এবং বিএনপি কর্মী রাসেল মিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঘাগড়া ইউনিয়ন উলামাদলের সভাপতি মোঃ আতাউর রহমান খান, ঘাগড়া বাজার জামে মসজিদের সভাপতি ও ইউপি সদস্য মোঃ আব্দুল আওয়াল, ঘাগড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আঃ বারেক হাজারী, আনোয়ারুল হক বাচ্চু, ঘাগড়া বাজার কমিটির সভাপতি হিরা আকন্দ, ঘাগড়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হবি, ঘাগড়া ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবেদীন,মোঃ মুক্তাদির প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বিগত দিনে আমাদের ঘাগড়া বাজার জামে মসজিদের মাটি ভরাটের জন্য বিভিন্ন জায়গায় তকবীরের পরও এটি বাস্তবায়ন হয়নি। এতে করে স্থানীয় মুসল্লীদের বর্ষাকালে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আমাদের এলাকার সন্তান রাসেলের আহ্বানে আমাদের সমস্যাটি বিএনপি নেতা আলহাজ্ব আবু তাহের তালুকদার কাছে জানানোর পর তিনি সমর্থন দেন। তারই প্রেক্ষিতে আজ মাটি ভরাট কার্যক্রম উদ্বোধন হয়। এতে করে এলাকাবাসী ও স্থানীয় মুসল্লীগণ অনেক উপকৃত হবে।
উল্লেখ্য, আলহাজ্ব আবু তাহের তালুকদার নেত্রকোনা জেলা বিএনপির সাবেক তিন-তিনবারের সাধারণ সম্পাদক, ১৬১ নেত্রকোনা – ৫ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী। এরই মধ্যে তিনি ব্যক্তিগত উদ্যোগে ঘাগড়া ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মন্দির ও রাস্তাঘাট মেরামতের কার্যক্রম হাতে নিয়েছেন। এ কাজে তিনি সকলের সহযোগিতা চান।