ভূঞাপুরে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মৌন মিছিল

খায়রুল খন্দকার টাঙ্গাইল :দেশব্যাপী চলমান ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মৌন মিছিল করেছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা সাধারণ শিক্ষার্থীরা। মুখে লাল কাপড় বেঁধে প্রতীকী প্রতিবাদের মধ্য দিয়ে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।
বুধবার (১২ মার্চ) বিকেলে উপজেলার সাধারণ শিক্ষার্থী ব্যানারে মিছিলটি ভূঞাপুর উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে বাজার প্রদক্ষিণ করে ভূঞাপুর বাসস্ট্যান্ডের গোল চত্বরে শেষ করে।
এই সময় বক্তব্য রাখেন আবু আহমেদ শেরষা সদস্য সচিব, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ টাংগাইল জেলা শাখা, ফাতেমা রহমান সভাপতি ছাত্র ফেডারেশন, বিথি তৌহিদ তন্ময় যুগ্ম সদস্য সচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টাংগাইল জেলা শাখা, ফাহাদ মিয়া যুগ্ম আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টাংগাইল জেলা, মাহাদির খান ভাসানী সহ-মুখ্যপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টাংগাইল জেলা শাখা, আফরিন জাহান আপন সাধারণ শিক্ষার্থী, প্রেমা সরকার দপ্তর ও পাঠাগার সম্পাদক, ছাত্র ফেডারেশন, টাংগাইল জেলা।
বক্তব্যরা বলেন, নতুন বাংলাদেশে আমরা ধর্ষণের মতো কোনো ঘটনা এবং নারী নির্যাতনের মত ঘটনা এগুলো আমরা দেখতে চাই না। গত ১৫ বছরের স্বৈরাচার সরকার কোন ধর্ষণের ঘটনার বিচার করেনি যার ফলে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছিল। ফলে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকদের বিচার নিশ্চিত করুন এবং ভবিষ্যতে যাতে আর এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন। আমরা চাই, আমাদের মা-বোনেরা নিরাপদ থাকুক।
তার আরো বলেন, পতিত স্বৈরাচার যে বিচারহীনতার সংস্কৃতি রেখে গেছে তা এখনো অব্যাহত আছে, তারই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জায়গায় আমাদের মা-বোনরা ধর্ষিত হচ্ছে। আমরা এই ধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
কর্মসূচি অংশ হিসাবে একটি নাট্য মঞ্চ উপস্থাপন করেন রিফাত।