সারাদেশ

মনোহরদীতে শিক্ষকদের নিয়ে অপপ্রচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন

 

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও কুরুচিপূর্ণ মন্তব্যকারী শরীফুল ইসলাম শাকিলকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক শিক্ষিকারা।

আজ সকালে মনোহরদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে উপজেলার সর্বস্তরের শিক্ষক শিক্ষিকাবৃন্দর ব্যানারে এই মানববন্ধন পালন করা হয়।  এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষকরা অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিস্টদের দোসর ও একাধিক মামলার আসামী শরীফুল ইসলাম শাকিল দীর্ঘদিন ধরে সম্মানিত শিক্ষকদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছে। একই সাথে বিভিন্ন শিক্ষকদের সাংবাদিক পরিচয়ে হুমকি দিয়ে চাঁদা দাবি করে আসছে। যা কোন মতেই কাম্য নয়। দ্রুত প্রতারক শাকিলকে গ্রেফতারসহ তার বিচার দাবি জানান মানববন্ধন থেকে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,