রৌমারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

জহুরুল ইসলাম রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা প্রশাসন। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে এ উদ্যোগ নেওয়া হয়।
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখে রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুদ্দিন। এছাড়াও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শীত মৌসুম জুড়ে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত এলাকার দরিদ্র, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। এ কার্যক্রমে বিশেষভাবে বয়স্ক, নারী, শিশু ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, তীব্র শীতে কম্বল পেয়ে তারা অনেকটাই উপকৃত হয়েছেন। উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান তারা।




