সারাদেশ

রৌমারীতে বিজিবির অভিযানে ৬টি গরুসহ মালামাল আটক

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
চোরাচালানের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমন মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিভিন্ন সীমান্তে মঙ্গলবার ১৪ অক্টোবর চোরাচালান বিরোধী অপারেশন পরিচালনা করা হয়।

বিজিবির তথ্য সূত্রে জানা গেছে, দাঁতভাঙ্গা বিওপি’র টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১০৫৫/৪-এস হতে আনুমানিক ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ছাটকড়াইবাড়ী নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় রাত ১২ টার দিকে ভারতীয় কাঁকড়া ক্লিপ-৫৯ পিস এবং কানের দুল-৪৮০ জোড়া আটক করতে সক্ষম হয়।

সাহেবের আলগা বিওপি’র টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১০৫১/এমপি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রীরচর নামক স্থান হতে সকাল ৭ টার দিকে ভারতীয় গরু-০৬টি আটক করতে সক্ষম হয়। উভয় জব্দকৃত চোরাচালানী মালামাল রৌমারী কাস্টমসে জমা করার কার্যক্রম চলমান।

বিজিবি মহাপরিচালক কর্তৃক ঘোষিত চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্ত বায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,