সারাদেশ

লঞ্চে তাস খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

আসাদুল্লাহ হাসান মুসা, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- পটুয়াখালীর বাউফলে তাস খেলা নিয়ে বিরোধের জেরে যাত্রীবাহী লঞ্চে হামলার ঘটনা ঘটেছে। এতে লঞ্চের স্টাফসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে বগা লঞ্চঘাটে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুন্দরবন-১৪ লঞ্চটি বগা ঘাটে ভিড়লে হঠাৎ রুহুল আমিনের নেতৃত্বে ২০-২৫ জন ব্যক্তি লঞ্চে উঠে স্টাফ ও যাত্রীদের ওপর হামলা চালায়। এতে লঞ্চের লস্কর ইব্রাহিম (৩০), রহমান (২৮), ফিরোজ (৩০) এবং যাত্রী সুজন (২০), রাতুল (১৭), ইশরাফিল (১৮) সহ অন্তত ১০ জন আহত হন। এদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লঞ্চের সুপারভাইজার মো. ইউনূস জানান, রোববার সন্ধ্যা ৭টায় লঞ্চটি ঢাকা সদরঘাট থেকে ছেড়ে আসে। রাতের যাত্রাপথে চার যুবক তাস খেলছিলেন, যা দেখে তাবলিগ জামাতের কয়েকজন তাদের নিষেধ করেন। এ নিয়ে তর্ক শুরু হয় এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। লঞ্চ স্টাফদের হস্তক্ষেপে পরিস্থিতি তখন শান্ত হলেও, পরদিন সকালে লঞ্চটি বগা ঘাটে পৌঁছানোর পর পূর্বের ঘটনার জেরে হামলা চালানো হয়।

তাবলিগ জামাতের সদস্য সুজন বলেন, তাদের ৪৫ সদস্যের দলটি সাদপন্থি ইজতেমা থেকে বাড়ি ফেরার পথে লঞ্চে ওঠেন। রাতের তাস খেলার ঘটনায় তাদের আমির মো. ডালিমের সঙ্গে তর্ক হয়, যা নিয়ে সকালে রুহুল আমিন ও তার লোকজন লঞ্চে উঠে হামলা চালায়। স্টাফরা বাধা দিলে তাদেরও মারধর করা হয়।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন, তবে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,