সারাদেশ

সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমান অবৈধ দেশী মদ উদ্ধার

মোঃ খলিলুর রহমান,সতক্ষীরা ::
সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে ৪৬২ লিটার চোলাই মদসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরার কালিগঞ্জে অভিযান পরিচালনা করা হয়।
কালিগঞ্জের একজন মাদক ব্যবসায়ী বৈধ লাইসেন্সকৃত মদ বিক্রির পাশাপাশি অবৈধ মদ বিক্রি করেন। তার তিনটি মদের দোকানের মধ্যে একটি বৈধ এবং বাকি দুইটি অবৈধ। অবৈধ দেশী মদ এলাকার বিভিন্ন মুদি দোকানে, স্কুল অথবা কলেজ পড়ুয়া ছাত্রদের কাছে এবং জেলা ভিত্তিক বিভিন্ন গ্রুপের কাছে পাইকারি এবং খুচরা বিক্রি করা হয়।
উক্ত সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. নাহিদুল হক খান এর নেতৃত্বে একটি টহল দল ওই এলাকায় পৌঁছে ১৭ লিটার দেশী মদসহ হাতেনাতে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেন। পরবর্তীতে পুলিশ, ডিএসবি, ইউএনও এবং এসি লেন্ড ঘটনাস্থলে উপস্থিত হন। একপর্যায়ে মদের দোকানের মালিক হাজির হন এবং মদ বিক্রি রেজিস্টার অনুযায়ী ১৭০০ লিটার দেশী মদ স্টোরে মজুদ আছে বলে জানান। পরবর্তীতে সকলের উপস্থিতিতে স্টোরে মজুদকৃত মদ পরিমাপ করা হলে মোট ২ হাজার ১৪০ লিটার পাওয়া যায়। যেখানে অতিরিক্ত ৪৪০ লিটার অবৈধ বলে মালিক স্বীকার করেন এবং ডিএন্ডসি ডিপার্টমেন্ট এর প্রতিনিধি উক্ত ৪৪০ লিটার বৈধ নয় বলে জানান।
পরবর্তীতে মদের দোকানটি তল্লাশি করা হলে মালিক কর্তৃক স্থানীয় মাদক সেবীদের নিকট থেকে অবৈধভাবে বন্ধককৃত বিপুল পরিমাণ স্বর্ণের গয়না,স্বাক্ষরকৃত ফাকা স্টাম্প এবং ফাকা ব্যাংক চেকের সন্ধান পাওয়া যায়। উদ্ধারকৃত গয়না স্থানীয় স্বর্ণকারের দোকান থেকে সেনাবাহিনী, পুলিশ, ডিএসবি, ডিএন্ডসি এবং এসিল্যান্ডের উপস্থিতিতে পরিমাপ করা হয়।
অভিযানকালে দুটি ২০০ লিটারের ড্রাম, একটি ৪০ লিটারের ড্রাম, ৯টি ২লিটারের ড্রাম এবং ৫০০মি.মি এর ১০টি বোতলে ৪৬২ লিটার অবৈধ বাংলা মদ, ৪৬ ভরি ওজনের স্বর্ণের গহনা (মাদক সেবীদের থেকে বন্ধককৃত), মাদকসেবীদের দ্বারা স্বাক্ষরকৃত বিভিন্ন বেশ কয়েকটি ফাকা স্টাম্প, চেক বই ১৮ টি এবং ২০৪০ ভারতীয় রূপি উদ্ধার করা হয়। এসময় শেখ ইয়াসিন আলী, ওমাদ সরকার ও নবাব আলীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে জব্দকৃত মালামালসহ গ্রেপ্তার তিনজন আসামিকে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারকৃতরা,সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পূর্ব নারায়নপুর গ্রামের মৃত শেখ হাবিবুর রহমানের ছেলে শেখ ইয়াসিন আলী, বাথুয়াডাঙ্গা গ্রামের মৃত ভগিরথ সরকারের ছেলে ওমাদ সরকার, মহৎপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে নবাব আলী ও শহরের রসুলপুর এলাকার মৃত সুজন মিয়ার ছেলে আজহারুল ইসলাম (৫৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরার কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,