সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে চৌগাছায় বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
সারাদেশে খুন-ধর্ষন, চাঁদাবাজিসহ নৈরাজ্যের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকের ব্যানারে চৌগাছায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৬ টায় পৌর এলাকার পুরাতন কোটচাঁদপুর বাসস্টান্ডে (বিজয়চত্তর) মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থী রাশিদুল ইসলাম রিতম, ইয়াছিন আরাফাত, সাব্বির আহমেদ, মাহির, হুরাইরা বিন লাম, শাকিল, রেদওয়ান রাব্বি, রবিউল ইসলাম, শাহানুর রহমান, মোফাজ্জেল হোসেনসহ বিভিন্ন শ্রেনীর মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় পুরাতন কোটচাঁদপুর বাসস্টান্ডে এসে শেষ হয়।