সিরাজগঞ্জে বালুবাহী ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটি ও দোকানে ধাক্কা
ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডীদাস গাতী বাজার এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, দ্রুতগতিতে চলা একটি বালুবাহী ট্রাক চন্ডীদাস গাতী বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে বৈদ্যুতিক খুঁটিসহ ভেঙে ট্রাকটি পাশের একটি দোকানে গিয়ে আঘাত করে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনার ফলে এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাশাপাশি দোকানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দোকানের বিল্ডিংয়ের ভীম ও শাটার ভেঙে যায় এবং ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।





