সারাদেশ

সিরাজগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস 

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথবাহিনী।

আজ রোববার (৫ জানুয়ার) বিকেল ৩টার দি‌কে বেলকু‌চি উপ‌জেলার কামারপাড়া নিজ বাড়িতে যৌথবাহিনীর অভিযা‌নে চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বেলকুচি থানার ওসি জাকারিয়া হোসেন বলেন, এখনো পর্যন্ত (বিকেল সাড়ে ৩টা) যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এ জন্য কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এখনো জানানো হয়নি। অভিযান শেষে থানায় হস্তান্তর করলে সব বিষয় জানা যাবে।
উল্লেখ্য, সিরাজগঞ্জ-৫ আসন থেকে আব্দুল বিশ্বাস ১৯৯৬ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনের পর আব্দুল লতিফ বিশ্বাস মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। জন

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,