সারাদেশ

সিরাজগ‌ঞ্জে সরস্বতী প্রতিমা ভেঙেছে দুর্বৃত্তরা

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ কাজিপুর থানার সোনামুখী বাজার শিখা স্মৃতি সার্বজনিন দুর্গা মন্দিরের স্বরস্বতি প্রতিমা ভেঙেছে দুর্বৃত্তরা।
রোববার (২ মার্চ) ভোররাতে কাজিপুর উপ‌জেলার সোনামুখী শিখা স্মৃতি সার্বজনিন দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে।
জানা যায়, কাজিপুর উপ‌জেলার সোনামুখী বাজারের মধ্যে সেলুট পট্রির সামনে শিখা স্মৃতি সার্বজনিন মন্দিরে রাত ‌ভোররা‌তে যে কোন সময় কে বা কারা মন্দিরে রাখা ১টি স্থায়ী স্বরস্বতি প্রতিমা বাইরে থেকে বাঁশ দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয় ফলে প্রতিমাটির হাত,শরিরের কিছু অংশ ও মাথা ভেঙ্গে যায়।
প্রতিদিনের ন্যায় পুজা করার উদ্দ্যেশ্যে মন্দিরে শ্রীমতি রানী নামের এক ভক্ত প্রবেশ করলে স্বরস্বতি প্রতিমাটি উপড় হয়ে পড়ে দুইটি অংশ জোরা দেয়া একটি বাঁশ পড়ে আছে। পরে তিনি মন্দির কমিটির সদস্য শ্রী উত্তম কুমারকে জানালে তিনি থানায় খবর দেন।
উপজেলা নির্বাহী অফিসার, দেওয়ান আকরামুল হক ব‌লেন, মন্দিরের স্বরস্বতি প্রতিমা ভাঙ্গার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে‌ছি। বিষয়টি খতিয়ে দেখে আইনিগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নূরে আলম ব‌লেন, স্বরস্বতি প্রতিমা ভাঙ্গার খবর শুনে সঙ্গে সঙ্গে ম‌ন্দির‌টি পরিদর্শন করেছি বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে তদন্ত সাপেক্ষে আইনিগত ব্যবস্থা না হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,