রাজনীতি সারাদেশ

সুনামগঞ্জ-৫ আসনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দলের ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কার্যালয় গুলোতে প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে নির্বাচনী আমেজ লক্ষ্য করা গেছে। দিনের শুরুতে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমার কাছে তার কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হাফিজ আবদুল কাদির।

পরে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। পর্যায়ক্রমে নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী, সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল-মাদানী। বিকেল ৪টার দিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। এছাড়া বিকেল সাড়ে ৪টার দিকে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন আল ইসলাহ নেতা উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী। এর আগে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অরুপ রতন সিংহ’র কাছে মনোনয়নপত্র দাখিল করেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র মনোনীত প্রার্থী আজিজুল হক, এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করের জাতীয় পার্টির আলহাজ্ব জাহাঙ্গীর আলম। মনোনয়নপত্র জমাদান শেষে প্রার্থীরা উপস্থিত সাংবাদিকদের কাছে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রায় ৪ লাখ ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নতুন শাসন ব্যবস্থার পক্ষে রায় দেবে। সকল প্রার্থী একটি সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,