হাটহাজারী বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের মনোনয়ন পত্র জমা
হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও ২৮২ চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও আংশিক বায়েজিদ) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। নির্ধারিত দিনে ও সময়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ মনোনয়ন পত্র জমা দেন। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র জমা শেষে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। চট্টগ্রাম-৫ আসনের উন্নয়ন ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে বিভাগীয় কমিশনারের কার্যালয় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।




