সারাদেশ

হাটহাজারীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

হাটহাজারী প্রতিনিধি:
দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এ প্রতিপাদ্যে হাটহাজারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা)’র আয়োজনে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, হাটহাজারীর সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ আকরাম উদ্দিন, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান। দিবসে হাটহাজারী ফায়ার সার্ভিসের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের ঘটনায় মোকাবেলার কয়েকটি জরুরী মহড়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,