সারাদেশ

হাটহাজারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে অর্থদন্ড

হাটহাজারী প্রতিনিধিঃ

পবিত্র রমজান উপলক্ষে হাটহাজারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে চারটি মামলায় মোট তের হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

রবিবার (০২ মার্চ) দুপুরের দিকে হাটহাজারী পৌরসভার বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লুৎফর নাহার শারমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়,
পবিত্র রমজান উপলক্ষে চালানো এ অভিযানে বিভিন্ন অপরাধে হাটহাজারী পৌরসভা বাজারের মুসলিম হোটেল, চৌধুরী হোটেল এবং তৈয়ব স্টোর নামক মোট চারটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮, ৫৩ ও ৪৫ ধারায় সর্বমোট তের হাজার টাকা অর্থদন্ড প্রদান করে তাৎক্ষনিক ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে তা আদায় করা হয় এবং
সকলকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। পাশাপাশি যানযট নিরসনে অবৈধ পার্কিং রোধে সড়কের বিভিন্ন স্থানে পৌরসভা হতে নো পার্কিং লেখা সম্বলিত স্ট্যান্ড স্থাপন করা হয়। অভিযানের সময় পৌরসভা ও ভুমি অফিসের কর্মকর্তা সহ হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম সাথে থেকে সহযোগীতা করেন।

জানতে চাইলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লুৎফর নাহার শারমিন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে। হ

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং