শিক্ষাঙ্গন

৭ দিনের মধ্যে পেমেন্ট সিস্টেমে দৃশ্যমান পদক্ষেপ না নিলে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়া হবে – ইবি শিবির নেতা

 

ইবি প্রতিনিধি:

“সাত দিন হাতে গুনে সময় দিচ্ছি, এর মধ্যে পেমেন্ট সিস্টেম ডিজিটালাইজেশনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিলে বিশ্ববিদ্যালয়কে অচল করে দেওয়া হবে। ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে অফিস করতে দেওয়া হবে না। শিক্ষার্থীরা তার দাঁতভাঙা জবাব দেবে ইনশাআল্লাহ।”

 

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে এই হুঁশিয়ারি দেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মু. মাহমুদুল হাসান।

 

তিনি আরও বলেন, “এই বিশ্ববিদ্যালয়ে যদি কোনো বিল পে করতে চাওয়া হয়, যাওয়ার ইচ্ছা যদি কেউ করে, তাহলে তার জুতা ক্ষয় হয়ে যায়। এই পেমেন্ট সিস্টেমকে ডিজিটাল করার ব্যাপারে আমরা কতদিন ধরে বলে আসছি, কিন্তু এখনো পর্যন্ত তারা এটা মাথায় নিচ্ছেন না বলে আমার কাছে মনে হচ্ছে। আমরা কয়েকটা ব্যাংকের হেড অফিসে কথা বলেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের যদি সদিচ্ছা থাকে তাহলে মাত্র ২১ দিনেই এই পেমেন্ট সিস্টেমকে ডিজিটাল করা সম্ভব।”

 

এসময় সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি মু. ইউসুব আলী, অফিস সম্পাদক রাশেদুল ইসলাম রাফি, অর্থ সম্পাদক শেখ আল আমিন, প্রচার সম্পাদক আবসার নবী হামজা, দক্ষতা উন্নয়ন সম্পাদক হাসানুল বান্না অলি-সহ অন্যান্য নেতাকর্মীরা।

 

সমাবেশে তারা শহিদ সাজিদ হত্যার বিচার, ছাত্রসংসদের নীতিমালা ও রোডম্যাপ প্রদান, ডিজিটাল পেমেন্ট নিশ্চিতকরণ, চলতি বছরের মধ্যেই নির্মাণাধীন হলসমূহ চালু এবং মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ– এই পাঁচ দফা দাবিতে আন্দোলনের ঘোষণা দেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর