আমার নাম জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সম্প্রতি “কালবেলা” “খোলা কাগজ” সহ কয়েকটি অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত “নির্বাচনের ভোট গ্রহণের দায়িত্বে আওয়ামী লীগ নেতারা” শিরোনামের একটি সংবাদে আমার নাম (মোঃ মিজানুর রহমান প্রধান শিক্ষক কোমর ভাঙ্গী উচ্চ বিদ্যালয়) পরিচয় জড়িয়ে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

আমি স্পষ্টভাবে জানাতে চাই যে, আমি কখনোই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। আমাকে রাজনৈতিক উদ্দেশ্যে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে, যা আমার ব্যক্তিগত সুনাম ও সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ন করার একটি সুস্পষ্ট অপচেষ্টা।

উক্ত সংবাদ প্রকাশের পূর্বে আমার কোনো বক্তব্য গ্রহণ করা হয়নি, পাশাপাশি এতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণও উপস্থাপন করা হয়নি, যা স্পষ্টতই দায়িত্বহীন, নীতিবিরোধী ও অপসাংবাদিকতার শামিল।
আমি সংশ্লিষ্ট গণমাধ্যম ও ব্যক্তি বিশেষকে অবিলম্বে এই মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রত্যাহার, যথাযথ সংশোধনী প্রকাশ এবং প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার আহ্বান জানাচ্ছি। অন্যথায়, প্রচলিত আইনের আওতায় মানহানিসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অধিকার আমি সংরক্ষণ করছি।
সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।



