আমি জনগণের সেবক হতে চাই, ব্যারিস্টার কায়সার কামাল
স্টাফ রিপোর্টার (নেত্রকোনা)
কলমাকান্দা–দুর্গাপুর (নেত্রকোনা-১) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আমি এমপি হতে চাই কোনো ব্যক্তির জন্য নয়, জনগণের সেবক হতে চাই। আমি নিজে দুর্নীতি করবো না, কাউকেও করতে দেব না- ইনশাআল্লাহ। আমি কথায় নয়, কাজে বিশ্বাসী।
শনিবার (৩১ জানুয়ারি) উপজেলার পোগলা ইউনিয়নে দিনব্যাপী নির্বাচনী পথসভা ও উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে নিজের রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরেন বিএনপির এই প্রার্থী।
ব্যারিস্টার কায়সার কামাল আরও বলেন, আল্লাহর রহমতে যদি জনগণের রায়ে নির্বাচিত হতে পারি, তাহলে সবার আগে বাংলাদেশ-এই নীতিকে সামনে রেখে কাজ করবো। উন্নয়ন ও সুশাসনের প্রশ্নে কোনো আপস থাকবে না।
দিনব্যাপী কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বিশেষ করে উঠান বৈঠকগুলোতে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় নারীরা জানান, উন্নয়ন, নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রত্যাশা থেকেই তারা এসব বৈঠকে অংশ নিচ্ছেন।
পথসভা ও উঠান বৈঠকে ব্যারিস্টার কায়সার কামাল ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং বলেন, জনগণের শক্তিই তার মূল ভরসা।




