রাজনীতি রাজনীতি সারাদেশ

আ. লীগ যে দমন-পীড়ন-দখলদারিত্ব চালু করেছিল, তা যেন ফিরে না আসে: নুর

আসাদুল্লাহ হাসান মুসা,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, “গণঅভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের ডাকে হয়নি, এটি ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলনের ফল।”

 

সোমবার (২৪ মার্চ) বিকেলে পটুয়াখালী জেলা পরিষদ শিশু পার্কে জেলা গণ অধিকার পরিষদের আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে নুর বলেন, “গণঅভ্যুত্থানের আগে আওয়ামী লীগ যে দমন-পীড়ন ও দখলদারত্ব চালু করেছিল, তা যেন ফিরে না আসে, সে বিষয়ে রাজনৈতিক নেতাদের সতর্ক থাকতে হবে। যদি নেতারা ক্ষমতা পেয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব শুরু করেন, জনগণ আমাদেরও ছাড়বে না। আওয়ামী লীগকে যেমন ছাড়েনি, অন্যায় করলে আমাদেরও ছাড়বে না।”

 

তিনি বলেন, “নেতৃত্বে থাকতে হলে জনগণের সহমর্মিতা ও সহনশীলতা জরুরি। এখন থেকেই যদি লুটপাট ও ক্ষমতার অপব্যবহার শুরু হয়, ভোটের সময় জনগণ টাকার বিনিময়ে প্রতিশোধ নেবে।”

 

দেশের রাজনীতিতে বিভাজন নিয়ে উদ্বেগ প্রকাশ করে নুর বলেন, “রাজনৈতিক বিভক্তি যত বাড়বে, আওয়ামী ফ্যাসিবাদ পুনর্বাসিত হবে। তাই রাজনৈতিক ভিন্নতা থাকলেও সম্প্রীতির পরিবেশ বজায় রাখা জরুরি।”

 

চাঁদপুরের একটি ইফতার মাহফিলে বিএনপি, জামায়াত, খেলাফত ও ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের একত্রে অংশগ্রহণের বিষয়টি রাজনৈতিক সম্প্রীতির উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদ পটুয়াখালী জেলা আহ্বায়ক সৈয়দ মো. নজরুল ইসলাম লিটু। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নেতা, কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ ও অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আবু সাঈদ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,