শিক্ষাঙ্গন

ইবিতে অর্ধশতাধিক শীতার্তের মাঝে সিআরসি’র শীতবস্ত্র বিতরণ

ইবি প্রতিনিধি:

শীতার্তদের মাঝে মানবিকতার উষ্ণতা ছড়িয়ে দিতে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেছে কাম ফর রোড চাইল্ড (সিআরসি) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

রবিবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে অর্ধশতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজন সূত্রে জানা গেছে, শীতবস্ত্র বিতরণে লক্ষে সংগঠনটির সদস্যরা বিভিন্ন জায়গা থেকে ফ্রান্ড কালেকশনের করে এবং গ্রামের হত-দরিদ্র মানুষদের বাড়িতে গিয়ে খোঁজ-খবর নিয়ে শীতার্তদের তালিকা তৈরি করে।

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি নাজমুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক ফারিয়া আঁখি, সহ-সভাপতি আজিজ হোসাইন, স্কুল পরিচালক আজিজুল রহমান, সাবেক সভাপতি কাউছার আহমেদ, সাবেক স্কুল পরিচালক সাইফুল ইসলাম।

এছাড়াও সাধারণ সম্পাদক মহসিনুর রহমান, সাবেক প্রচার সম্পাদক সাইফুল নাহার লাকিসহ সংগঠনটির অন্যান্য সদস্য ও ক্যাম্পাস সংলগ্ন গ্রাম থেকে অর্ধশতাধিক শীতার্তরা উপস্থিত ছিলেন।

এসময় সংগঠনটির সভাপতি নাজমুল হাসান বলেন, সিআরসি প্রতিনিয়তই অসহায়, সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে। তারই ধারাবাহিকতায় শীতার্ত মানুষদের একটু উষ্ণতার চাদরে জড়িয়ে দিতে আজকের এই আয়োজন। যারা হত-দরিদ্র আছে, শীতে আসলেই কষ্ট থাকে তাদের মাঝে এই শীত বস্ত্র বিতরন করা হচ্ছে। সিআরসি অতীতেও অসহায়দের পাশে ছিল ভবিষ্যতেও যেন মানুষের পাশে দাঁড়াতে পারি সে জন্য সকলের দোয়া কামনা করি।

প্রসঙ্গত, পথশিশুদের অধিকার প্রতিষ্ঠা ও শিক্ষার সুযোগ তৈরি করার লক্ষ্য নিয়ে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় কাম ফর রোড চাইল্ড (সিআরসি)। প্রতিষ্ঠালগ্ন থেকেই শিশু শিক্ষা কার্যক্রম, বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণ, ইফতার মাহফিল, স্বাস্থ্য সচেতনতা-সহ বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর