শিক্ষাঙ্গন

ইবিতে সাজিদ আব্দুল্লাহ এবং মাইলস্টোনে দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া 

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ এবং মাইলস্টোন স্কুল এন্ড কলেজের দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত  কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুম্মার নামাজের পর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পড়ান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দীন খান।

 

এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন ড. আ.ব.ম  ছিদ্দিকুর রহমান আশ্রাফী, শহিদ জিয়াউর রহমান হল প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল গফুর গাজী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইটসহ অন্যান্য শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

এসময়, বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয় এস এম সুইট বলেন, সাজিদ আব্দুল্লাহ মর্মান্তিক মৃত্যু এবং মাইলস্টোনে নিহতদের আত্মার মাগফিরাতের জন্য আমরা দোয়া করবো। এছাড়া নিহতদের পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারে তার জন্য দোয়া করবো। আমরা এ ধরনের মর্মান্তিক মৃত্যু আর দেখতে চাই না।

 

 

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর