শিক্ষাঙ্গন

ইবি শিক্ষার্থী দীব্যর মৃত্যুতে শাখা ছাত্রশিবিরের শোক প্রকাশ

ইবি প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেবতোষ সরকার দীব্যর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইবি শাখা।

 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে ইবি ছাত্রশিবিরের সভাপতি মু. মাহমুদুল হাসান ও সেক্রেটারি ইউসুফ আলী বলেন, গত ৩রা অক্টোবর পূজার ছুটিতে বাড়িতে গিয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের মেধাবী শিক্ষার্থী দেবতোষ সরকার দীব্য। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তিনি ডাইরিয়ায় আক্রান্ত হন। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তার অপারেশনের কথা থাকলেও তীব্র পানিশূন্যতা, শ্বাসকষ্টজনিত জটিলতা ও অক্সিজেন শূন্যতার কারণে সকালে তিনি মৃত্যুবরণ করেন। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

 

তারা আরও বলেন, দেবতোষ সরকার দীব্যর মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয় একজন মেধাবী শিক্ষার্থীকে হারালো; যা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। একজন তরুণ ও সম্ভাবনাময় শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার সহপাঠী, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী সবার প্রতি সহমর্মিতা প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর