ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মুফতি ক্বাসিমী

শুভেচ্ছা বার্তা: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটের (ওসমানী নগর ও বিশ্বনাথ) সংসদীয় ২ আসনের দেশে ও প্রবাসে অবস্থানরত সকল সম্মানিত নাগরিকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাষ্ট্রের সভাপতি, আন-নূর একাডেমির প্রধান উপদেষ্টা, ইউনাইটেড উলামা কাউন্সিল অব ইউএসএ ইনক এর প্রেসিডেন্ট, বিশ্বনাথ প্রবাসী কল্যান সমিতির সিনিয়র উপদেষ্টা, নিউইয়র্কের মাদানী একাডেমির প্রধান মুফতি ও সেক্রেটারী জেনারেল, ইফতা বোর্ড ইন্টারন্যাশনাল ইউএসএ এবং ইসলাম ও মানবতার পক্ষে কথা বলার জন্য আগামী জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব মুফতী হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমী।
তিনি শুভেচ্ছা বার্তায় বলেন- পবিত্র ঈদুল আযহা সকল সম্মানিত নাগরিকদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি ও আনন্দ। প্রতিটি মানুষের মধ্যে জাগ্রত হোক মানবতা। তৈরি হোক সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব। একে অন্যের প্রতি আন্তরিকতা ও ভালবাসা পূর্ণ সম্পর্ক থাকুক অনবরত। তিনি বলেন বছর ঘুরে আবার আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আযহা। কোরবানির ঈদ। কোরবানি অর্থ ত্যাগ। ক্ষুদ্রতা, নীচতা, অহংকার, স্বার্থপরতা ত্যাগের মাধ্যমে কোরবানির ঈদ সার্থক হয়ে উঠে। ত্যাগের মহিমা উজ্জীবিত হয়ে আমরা মানব কল্যাণে নিজেদের নিয়োজিত করি। সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি করে নিই।